ভাবিনি কখনো আবারো সংগ্রাম করতে হবে,
দুটো শুকনো রুটির জন্যে।
আলোর অভাবে আঁধারে ঘিরে থাকবে আমাকে।
সংগ্রাম করেছি কতো এই জীবনে দেশ মানুষের জন্যে।
তবুও আবারো সেই সংগ্রামের মধ্যেই চলে এলাম!
যা কখনোই ভাবিনি।


আজ আবার তাকিয়ে দেখি চারদিকে
জীবন এক অবিচ্ছিন্ন সংগ্রাম হয়ে উঠেছে।
আবারো এক যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছি।
সেই পুরনো সংগ্রাম ফিরে এসেছে!
একটু সুখ, দু 'মুঠো ভাত আর একটা মোটা কাপড়ের জন্যে
আবারো যুদ্ধ করতে হবে।