আক্রান্ত আমার দেশ
হায়েনা, শকুনের তান্ডব।
ক্ষুধার্ত রাক্ষসের হিংস্র থাবা
লোভী চোখে তাকিয়ে শ্বেত ভল্লুক।
মানবতার সাদা ফুল ঝরে পড়ে
কী নিষ্ঠুর অকাতরে।
হতাশার স্রোতে ভেসে যায় সোনালী ভবিষ্যৎ
বাতাসে নরমাংসের পোড়া গন্ধ।
মানবাধিকারের গগনভেদী আর্তনাদ
শোনে না কেউ।
ওদের কাছে দেশপ্রেম
অভিধানের ভাষণযোগ্য একটি শব্দ।
ওরা বিদেশীদের পা চাটা পশু
আচরণে নেহায়েৎ ঝগড়াটে অবুঝ শিশু।