লিখব বলে ভাবছি,
কিছুতেই শুরু করেত পারছি না।
কলমটা তুলে নিতেই মনে হলো,
কি লিখব, কি নিয়ে লিখব!
দেশে বিরাজমান অস্থিতি!
নিত্যদিনের মূল্যস্ফীতি,গ্যাস,পানি, বিদ্যুতের ঘাটতি!
নাকি আমার মনের বর্তমান পরিস্থিতি!
আমি কিছুতেই স্থির করতে পারছি না,
কোন বিষয়ে লিখলে ভালো হয়!
ভাবার বিষয় হল এমন সংকটময় সময়ে
ব্যক্তিগত ভালোলাগা নিয়ে লেখা কতটা যৌক্তিক!
সমস্যার তো কোন শেষ নেই!
অনেকই তো লেখা হলো, হচ্ছেও!
তবে ফলাফল যেন শূন্যে অনড়!
আমি কিছুই স্থির করতে পারছি না
আবার পারছি না কিছুতেই স্হির হতেও।