(১)
বৃষ্টিতে ভিজে দুরন্ত কিশোর,
ছুঁতে চায় আকাশের মেঘ।
ভাঙা ঘরে মায়ের আঁচলের সোহাগ,
ফেলে আসা শৈশব টানে পরিত্যাক্ত সময়ে।
উজাড় করা প্রেম আবারও লুফে নিতে চায়
দু 'টাকার আইসক্রিম চোষে।


(২)
কপালে ছোট লাল টিপ,
নাকে নাকফুল,
নাকের বাঁশিতে নথ।
গলায় চিকন সোনার মালা,
পরনে কমলা রং শাড়ী,
বধূ যায় চড়ে গরুর গাড়ী,
ছাউনির ভিতর থেকে তাকিয়ে
ফেলে আসা দিনে।
পথের দু 'ধারে ফুলে ফুলে ভরা
কলমির ঝোপ।