দক্ষিণে বাঈজী নাচে ঝিকিমিকি আঁধার,  
সরেস বিনোদনে মাতে ধ্বজারাম পোদ্দার।


উত্তরে লীলাখেলা চমৎকার!
বাহ, বলতো কী চাই আর!  


দেখে নাও কলম আমার, এই কলমের ধার,
সবই দয়ালের ইচ্ছে, আমিতো শুধু কর্মকার।


চালিয়ে যাও, আমিতো রয়েছি অপেক্ষায় লিখার!
লিখাটাই যেন আমার আজন্ম অধিকার।


রচনাকাল - ০২/১২/২০১৭ইং, ঢাকা।