বড় আশা,
তারে দিবো পুষ্পাঞ্জলি
আমি যে ভিক্ষারী
না আছে রঙ, রুপ
ভালোবাসার অর্থ ঝুলি খালি।
লোকে বলে সবে,
"ফুল নাকি ভালোবাসার প্রতিক
প্রিয়ারে দাও উপহার।"
নিজেরে শুধাই তবে,
কিই বা দেবো ফুলাতাধিক
তারে? ফুলই প্রিয় যার।
ভিক্ষারি আমি,
কিসের দানে কিনি ফুল?
চিন্তায় যায় অন্তযামী,
চিন্তায় হারাই দুকূল।
শত বাধা!
কবে করি?
কিসে করি?
তারে করি প্রেম নিবেদন?
শূন্য দু হাতে,
তরাসে ফিরি
মরুর দুষ্কর গীরি
কেউ শোনে না এই আবেদন?
প্রহর যায়, চলে যায় বসন্ত।
আমি ভিক্ষারী,
মালির অগোচরে
করি পুষ্প চুরি
দিলাম হাতে তারী,
নব সে পুষ্পাঞ্জলি
সে ফেললে ছুড়ি।
হায়!
"ভিখারী" বলে সে বিষবান দিলো
বুঝি!
উপহাসই মোর প্রাপ্প ছিলো।
সে,
দেখলো না,
চোরের হৃদয়ে ভালোবাসা,
সে পুষ্পের মহাকাব্য।
মলিরে দিলো অভিযোগ,
"এই নিচ রে ধরো,
এই বন্দি করো "
বলি,
আজ আমায় তাড়ালে
নিচু, জঘন্য বলে।
কাল তুমিও হবে ভিখারিনী ।
আমি হবো শুভ্র,
চাতকের ন্যায় দেখবে,
জাগবে তোমারো পিপাসা।
ভালোবাসার পিপাসা।

সেদিন এসো,
বিষালো ভালোবাসা
পান করাবো।