তুমি আমি,  দু তীর জীবন নদীর
দেখি হাজার বার,  দেখি হয়ে অধির
চলি মোরা দুজনে,  ভেঙে-গড়ে শরীর,  আশ্রিত ভূমির
দুজন মোরা জীবন নদীর দুতীর ।
জানিনা কোথা হতে জন্ম মোদের
না জানি,  চলছি পাশাপাশি
হলো ক'দিন?  সহস্র বছর? আরো ঢেড়?
কূলভাঙ্গি,  মোরা সর্বনাশী
মোরা ভাঙ্গা-গড়ার বীর
মোরা জীবন নদীর দুতীর।  

কভূ সংকীর্ণ নালাসম খেয়াপাড়
কভূ ঐ সুদূর ঝাপসা, দৃষ্টি ছারাছাড়
কভূ তুমি কাশবনে ঢাকা
আসে তোমাতে বসন্ত।
আমাতে কভূ বা হাহাকার আঁকা
শুধুই বালু আর রোদ অনন্ত
তবুও মোরা আছি সাথে ভেঙ্গে-গড়ে শত সুখের নীড়
দুজন মোরা জীবন নদীর দুতীর  ।।