কেন জানি পড়লো মনে
এই নিশীথে, এই স্তব্ধক্ষণে
শুনি লোকমুখে বহুজনে
"পড়ে যদি জিহ্বায় কামড়,আনমনে অকারণে
জানিও, প্রিয়া তোমারে আনিছে মনে"
মানিনা যদিও সখি,মনচ্ছা তাই চাই যে জানিতে
"আমারে কি আনিছ তুমি মনে?"
একাকিনী যবে তুমি, মাধূবীক্ষণে?
আজ নিশীথে,  আমি যবে বসেছি বাতায়নে,
দেখি তাকায়ে আধারের গানে
বায়ূ বয় পাতার পরে, মিতালি দুজনে
আহ্বানে যবে বায়ূ,
তবে নাচে গো পাতা বায়ূর সণে
ক্ষণে ক্ষণে, রাগ বিরাগীতে ঢলে পলে পলে।।
দেখিতে দেখিতে, হঠ্যাৎ উঠিয়া চকিতে
বুঝলাম পড়েছে কামড়  জিহ্বাতে
তাই গো প্রিয়া উঠিলো জাগিয়া
পিপাসু মন,  চাপা ফুলের বনে
ইচ্ছা আজি,জানি গো তোমা হতে,বসিয়া বিজনে
  তুমি কি আমারে আনিছ মনে?  
   এই নিশীথে,  মাধুবীক্ষণে।।