গর্বিত বাংলায় জন্ম মোদের
বাংলা মোদের প্রাণ।
প্রাণের বিনিময়ে রেখেছি মোরা
মাতৃভাষার মান।

৫২, ৭১ মোদের গর্ব
ইতিহাস বীরত্ব গাঁথা।
রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে
পেয়েছিলাম স্বাধীনতা।


স্বাধীনতাটা পেয়েছি ঠিকই
হয়নি সঠিক প্রয়োগ।
ক্ষমতাসীনরা দিয়েছে ফাঁকি
সাম্য করে বিয়োগ।
  
তাই বাংলাতে হিংসাত্মক রাজনীতির  
নতুন পাতা,
সম্মান জ্ঞাপনে অর্পিত খেতাব  
'জাতির পিতা'।


তবে প্রতিটা বিবেকবান
বাঙালির মনের কথা,
তিনি ছিলেন অন্যতম
একজন আদর্শ নেতা।