ব্যবসায় তার চলিত রূপে
ব্যাবসা নামেই খ্যাত,
ঝুঁকি বিনা ব্যাবসা হয়না
সর্বজনের জ্ঞাত।


ব্যাবসা করতে লাগে পুঁজি
লাগে মহৎ উদ্যম,
ব্যাবসা ক্ষুধার রুটিরুজি
বাঁচার উত্তম মাধ্যম।


ছোট বড়ো নানান ব্যাবসা
এই জগতে আছে,
যেমন কর্ম তেমন ফলেই
কেউ মরে কেউ বাঁচে।


কারো কাছে ধোঁকা ব্যাবসা
কারো কাছে চুরি,
কারো কাছে সুদ ঘুষ ব্যাবসা
কারো কাছে নারী।


কারো ব্যাবসা ধর্মকর্মে
কারো নীতিকথায়,
কারো ব্যাবসা রাজনীতিতে
কারো শিক্ষকতায়।


কারো ব্যাবসা হাটবাজারে
কারো জল সমুদ্রে,
কারো ব্যাবসা পীর মাজারে
কারো মাঠে রৌদ্রে।


ভালোমন্দের সংস্পর্শে
ব্যাবসা গড়ে উঠে,
লাভে লোকসানের সংঘর্ষে
উত্থান পতন ঘটে।


ভালো ব্যাবসায় হলে মগ্ন
হালাল রুজি আসে,
মন্দ ব্যাবসায় হলে নগ্ন
জীবন দুঃখে ভাসে।