জনম হয়েছে জানি মরণও হবে
যা কিছু অর্জন সব ভবে পড়েই রবে।
যেদিন কেঁটে যাবে সকল রঙিন মায়া
সেদিন লাগবে গায়ে অন্তিম বিদায় হাওয়া।


জীবনের মায়া সেদিন হবে যে বিফল
মরণের ছায়া হবে নিজের কর্মফল।
পরিবার পরিজন কেউ রাখবে না বেঁধে
ছিন্ন হবে বাঁধন শুধুই কেঁদে কেঁদে।


এমন মরণ খোদা দিও না গো মোরে
যে মরণের পরে লোকে উল্লাস করে।
এমন মরণ তুমি করিও মোরে দান
যে মরণে সাক্ষী হয় সবার চোখের বান।


হায়রে সাধের ধরা, জন্মে বাঁচা মরা
ক্ষণিকের আয়ুষ্কাল, পূণ্য পাপে ভরা।
জানি না কেমন হবে মোদের আখিরাত
পাবো কি স্রষ্টার দয়ায় নিজেদের নাজাত?