মন দেহের পরিচালক
দেহ মনের সেবক,
মনের আশায় দেহের ঝলক
মনই দেহের শাবক।


মনের কথা মুখে না বললে
মনেই পচে মরে,
মুখের কথায় মন চললে
মুখে ঠাট্টা করে।


কোনো কিছু করার আগে
ভেবে নেওয়াটা শ্রেয়,
ভাবলে পরে বিবেক জাগে
ভাবতে করো না হেয়।


না বুঝে করো না কিছু
করার আগে বোঝো,
ভুল সর্বদা তোমার পিছু
ভুলের কারণ খোঁজো।


আজকের তুমি লড়াকু সেনা
কালকের আশার আলো,
স্বপ্ন দেখতে করো না ঘৃণা
স্বপ্নের পথেই চলো।


চলার পথে ব্যর্থ হলে
মুখ করো না ভারী,
সৎ হয়ে সততার বলে
সামনে দিও পাড়ি।


লোকে যদি কয় মন্দ কথা
থেকো তুমি শান্ত,
লোকের কথায় পেওনা ব্যথা
হইয়ো না বিভ্রান্ত।


আগ্রহভরে শিখতে থাকো
হইয়ো না কভু ক্ষান্ত,
নিজের সিদ্ধান্তে আস্থা রাখো
ছুঁতে শুভ দিগন্ত।