দেখেছি হাজারো জনজট
টিকেট কাউন্টারের সারিতে।
ঈদ আগমনে করছি ছটফট
কারণ যেতেই হবে বাড়িতে।


দেখেছি ট্রেনের ছাদে মেলা
শত শত যাত্রীর আর্তনাদ।
চলছে অবিরাম ধাক্কা ঠেলা
কখনো'বা বেসামাল বিবাদ।


এছাড়াও দেখেছি মা বোনদের
ধাক্কাধাক্কির সম্মুখীন কান্না।
শত অনুরোধ অভিযোগের
পরেও সামান্য ঠাইও পান না।


দেখেছি সেই দাড়িয়ে থাকা
শত মানুষের আহাজারি।
টিকেট না কেটেও ছাড়ছে ঢাকা
দাড়িয়েই যাচ্ছে যে যার বাড়ি।


দেখা দিয়েছিলো বীর পুরুষ
ও  আরেকজন সাহসী কন্যা।
তাদের কান্ডে জনে জনে ধুশ্‌
হার মানলো জনজটের বন্যা।


এত কিছুর পরেও দেখেছি
ঘরমুখোদের মুখভরা হাসি।
সকল বাধা রুখে দিয়েছি
কারণ আমরা ঈদ ভালোবাসি।