চোখের দেখা সেরা মানুষ
ছিলেন আমার পিতা,
ছিলেন খুবই শান্তিপ্রিয়
খানিক স্বাধীনচেতা।


পিতার মুখের আদেশ ছিলো
জীবন গড়ার খুঁটি,
তাঁহার মতন সৎ সাহসী
আর দেখিনি দুটি।


চলাফেরায় ছিলেন গুণী
ব্যবহারে সুশীল,
ভালোকাজের আহবানে
হতেন সদা শামিল।


শেষ জীবনে পড়েন ধরা
মরণব্যাধির হাতে,
বাঁচার আশায় লড়াই করেন
নিজেই নিজের সাথে।


লড়তে লড়তে হাল ছেড়ে দেন
বছর দুয়েক পরে,
খোদার ডাকে জগৎ ছাড়েন
আমায় একা করে।


আজকের দিনেই হয়েছিলো
পিতার চির প্রস্থান,
যেদিন শেষবার দেখেছিলাম
তাঁহার প্রিয় মুখখান।


পিতার কথা পড়লে মনে
বুকটা হয় যে ভারী,
জানি একদিন সবাই যাবো
এই দুনিয়া ছাড়ি।


দু'হাত তুলে বারেবারে
খোদার কাছে চাই,
পিতামাতা সবাই যেন
প্রিয় জান্নাত পাই।