দৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ "নারী"
স্রষ্টার অপরূপ সৃষ্টি।
ধরার বুকের ডানাবিহীন পরী
মায়াভরা তার দৃষ্টি।

মনের বেখেয়ালে
কল্পনার আড়ালে
নিমিষেই হয় যেন আঁখিদুটো ভারী  
নীরবেই ঝরে যায় কত শত বৃষ্টি।
তবু যেন হয়না পূর্ণ
এই ক্ষুধার্ত মনের তুষ্টি।


শোনোগো প্রেয়সী নারী
তুমি কান্তা তুমি ললনা।
করিয়ো অভিমান আড়ি
করিয়ো না কভু ছলনা।


আজকে তুমি পরিণত
কালকে হবে কিশোরী।
যৌবন পাবে রীতিমত
যেতেই হবে পরবাড়ি।


তুমি নারী, একলা একজন
সুখ হাঁসি কান্নার কারণ।
কারো জননী, কারো বোন
কারো'বা আপনস্বজন।


তুমি লক্ষী তুমি ভালো প্রিয়জনের তরে
তুমি রক্ষী তুমিই আলো একলা শুন্য ঘরে।


শোনোগো জগদ্বাসী নারী, শোনো মোর অনুরোধ!


সুখী যদি হতে চাও
ভুলপথ ছেড়ে দাও।
মুছে ফেলে হিংসা ঝেড়ে ফেলো ক্রোধ
হ্রাস করে লালসা জাগাও বিবেকবোধ।