স্রষ্টার শত সৃষ্টির মাঝে
আমি চিরন্তন রাগী।
ভালোমন্দ সকল কাজে
জাগালেই থাকি জাগী।


স্বভাব সদা উর্ধ্বগামী
সর্বগ্রাসী লোভী।
উস্কানিতে জ্বলি আমি
উস্কানিতেই নিভি।


ছোট-বড় সর্বজনে
করে অনেক ভয়।
আসেনা কেউ আমার পানে
দূরে দূরেই রয়।


পোড়াতে পারি গলাতে পারি
পারি হরেক রান্না।
উত্তাপের গুণে ভোলাতে পারি
হাজার ক্ষুধার কান্না।


সরলপথে সজাগ হলে
শান্ত রাখি গতি।
দুর্ঘটনার পরশ পেলে
করি বেজায় ক্ষতি।


ভাগ্যিস কেউ পারেনা ছুঁতে
পারেনা আমায় ধরতে।
পারেনা কেউ শাস্তি দিতে
পারেনা প্রাণে মারতে।