যা চাচ্ছো
  পাচ্ছো না।
     যা পাচ্ছো
        চাচ্ছো না।

                 এগিয়ে যাও

অপ্রাপ্তিগুলোর সাথে
  অভিমান করোনা।
    ভেবে নাও না পাওয়াটাই
      একমাত্র প্রেরণা।

                     এগিয়ে যাও

পেছন ফিরে না চাও
  পেছনের টান অসভ্য
    পেছন তোমার প্রতিপক্ষ।

                         এগিয়ে যাও

সামনে এগিয়ে যাও
   সামনে তোমার গন্তব্য
      সামনেই তোমার অন্তিম লক্ষ্য।