হেই আমি বোকা,
তাই গানে গানে সবার মনে দিবো আলতো টোকা।


আরে হেই আমি বোকা,
আমার গোঁফদাড়ি ফাঁকা ফাঁকা,
আমার গালে তিলের টিকা,
আমার মাথার চুলও পাকা।


আরে হেই আমি বোকা,
আমার নাই কোনো চার চাকা,
আমার শখ দুনিয়াটা ঘুইরা দেখা,
আমার নেশা কাব্য লেখা।


আরে হেই আমি বোকা,
আমি দেখতে কচি খোকা,
আমার প্রিয় খাবার ধোঁকা,
আমি সোজা পথে চলি বাঁকা।


আরে হেই আমি বোকা,
আমার বউ নাই আমি একা,
আমি জাইনা শুইনা উড়াই টাকা,
আমার স্বভাব নয়তো ন্যাকা ন্যাকা।


আরে হেই আমি বোকা,
আমি স্বপ্নে খাই ছ্যাঁকা,
আমি থাকি শহর ঢাকা,
আমার কপালে নাই করোনার টিকা।