আমি পুরুষ, আমি জোশ,
স্বপ্ন মাঝে করি দোষ।

আমি পুরুষ, আমার আছে প্রাণের ভয়,
আমি পুরুষ, আমার আছে পরাজয়।

আমি পুরুষ, তবে বীরপুরুষতো নই,
আমি কষ্ট ঢেকে সুখের কথা কই।

পুরুষদেরতো কষ্ট পেতে নেই,
পুরুষদেরতো হেরে যেতে নেই।

পুরুষদেরতো কান্না করতে নেই,
পুরুষদেরতো ঢং দেখাতে নেই।

তাই মাঝেমাঝে কাপুরুষ হতে ইচ্ছে করে,
সব ভুলে শব্দ করে কান্না করতে ইচ্ছে করে।

অচিন কারও হাত ধরে পালিয়ে যেতে ইচ্ছে করে,
সকল শৃঙ্খলতা ভেঙে উন্মাদ হতে ইচ্ছে করে।

কিন্তু করবো করবো করেও যে করা হয়ে ওঠে না,
কারণ আমি এক নামধারী পুরুষ, কোনো বীরপুরুষ না।