অপরাধীর হয় না বিচার
আমার সোনার দেশে,
অপরাধী ঘুরে বেড়ায়
লাটসাহেবের বেশে।

একের পর এক অপরাধের
মিলছে দেখা চোখে,
ভুক্তভোগী পায় না বিচার
দিন কাটে তার শোকে।

বিচার বিচার খেলা চলে
বিচার না দেয় ধরা,
প্রশাসন থেকে আদালত
দুর্নীতিতে ভরা।

দোষীরা সব আড়াল থেকে
শান্তির কথা বলে,
নির্দোষেরে বানায় দোষী
হিংসা-রোষানলে।

হায় রে আইনকানুন রে ভাই
দুর্বলে হয় প্রয়োগ,
অর্থবিত্তের দাপট থাকলে
সাজার হয় রে বিয়োগ।

ভুক্তভোগীর কপাল পুড়ে
করলে প্রতিবাদ,
চতুর্দিকে ঘিরে ধরে
হাজার মৃত্যুফাঁদ।

শত চেষ্টার পরেও যখন
থাকে না কোনো পথ,
ভুক্তভোগী হারায় জীবন
নয় হয়ে যায় অসৎ।

যুগের সাথে মিলিয়ে তাল
অপরাধ যায় বেড়ে,
অপরাধীরা পেয়ে ছাড়
মর্যাদা নেয় কেড়ে।

এমন দশা চলতে থাকলে
ধ্বংস অনিবার্য,
সময় থাকতে করা দরকার
সঠিক বিচারকার্য।

বিচারহীনতার রাজনীতি
যেদিন হবে শেষ,
সেদিন তবে স্বার্থক হবে
সোনার বাংলাদেশ।