ভালোই ছিলো ছেলেবেলা
কান্নাহাসির মেলা,
ছুটোছুটি খেলাধুলা
মুক্তভাবে চলা।


ধীরেধীরে বেড়ে ওঠা
চলে পড়ালেখা,
হঠাৎ আসে যৌবন কোঠা
জীবন বুঝতে শেখা।


বাসা বাধে অবাধ্যতা
নানান ভুলে গাঁথা,
আগলে রাখে পিতামাতা
শেখায় সঠিক প্রথা।


সঠিক পথের দেখা পেয়েও
গমন বেঠিক পাড়ায়,
মানুষ হয়ে জন্ম নিয়েও
মানুষ হবার লড়াই।


বহুচক্রী মায়াজালে
অসৎ ফাঁদে পড়া,
সততাকে দূরে ঠেলে
বিলাস জীবন গড়া।


সত্যের দুখে মিথ্যে হাসে
শত্রুর দুখে মিত্র,
ভালোমন্দ মিলেমিশে
চলমান সবক্ষেত্র।