আমার দেশের চাকরির বাজার
বড়ই কঠিন ভাই,
জনে-জনের হাত-পা ধইরাও
চাকরির দেখা নাই।


সরকারি চাকরি নাগালের বাইরে
টিকতে চলে লড়াই,
বেসরকারি চাকরিতেও ধূম্রজাল
স্বজনপ্রীতির বড়াই।


মাঝেমধ্যে কিছু মানুষ
উদারতা দেখায়,
চাকরি দেওয়ার লোভ দেখাইয়া
টাকাপয়সা হাঁকায়।


নারী-পুরুষের ভেদাভেদ
চাকরির ক্ষেত্রেও দৃশ্যমান,
নারী পাইলে অগ্রাধিকার
পুরুষরা হয় বেমানান।


চেনা-অচেনা নারী যদি
চাকরির প্রার্থী হয়,
নানানরকম শর্তের আড়ালে
কুপ্রস্তাবও পায়।


নারীর জন্য নিরাপদ চাকরি
আছে খুবই সীমিত,
তাইতো নারীরা এই সমাজে
থাকে সদাই শঙ্কিত।