আজ ২০ মে ২০২০, বুধবার
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত।


হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম রাত
মাহে রমজানের পবিত্র লাইলাতুল কদর।
ইবাদত চলে সন্ধ্যা থেকে প্রভাত
মুক্ত থাকে স্রষ্টার সব রহমতের চাদর।


এ রাতেই হয়েছিলো অবতীর্ণ
শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন শরীফ।
নাজিল হয়েছিলো সুরা আল-কদর
যাতে লিপিবদ্ধ এ রাতের তারিফ।


আজকের রাত
কদর রাত, অত্যন্ত মহিমান্বিত রাত,
পুণ্যির রাত, ভাগ্য নির্ধারণের রাত।


এই রাতে
স্রষ্টার তরে বান্দারা সব তুলে দু'হাত
চায় রহমত, চায় ক্ষমা, চায় নাজাত।


আজকের এই রাত হতে পারে
অনেক জীবনের শেষ কদরের রাত।
আজকের এই রাত হতে পারে
আমার জীবনেরও শেষ কদর রাত।


আজকের এই রাত হতে পারে
ক্ষমা কামনার শেষ রাত।
আজকের এই রাত হতে পারে
দোয়া প্রার্থনার শেষ রাত।


তাই আসুন এই রাতে আমরা সবাই
ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্বার্থ যায় ভুলে।
যে যার মতো মনোযোগী হয়ে প্রাণ খুলে
করি স্রষ্টার প্রশংসা, করি ইবাদত, চাই রহমত।


হে পরম দয়ালু আল্লাহ।
আমাদেরকে মার্জনা করুন, করুণা করুন।
মন্দ পথ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
এই মহান রজনীতে আমাদের দোয়া কবুল করুন।
সকল প্রকার বালামুসিবত থেকে হেফাজত করুন।


আমিন।