উল্টো পথে সময় কাটে
আড্ডা অবহেলায়।
কষ্টে বিবেক জেগে ওঠে
সুখের দিনে পালায়।


যে যার মতো ঘুরিফিরি
বলি কটুকথা।
নানান লোকের গীবত করি
নানান মাথাব্যথা।


ভাবিনা কেউ কোনটা ভুল
কোনটা সঠিক আসল।
নিজের গাছে ফোঁটায় ফুল
নিজের বীজেই ফসল।


সত্য কথা বলি কম
মিথ্যেই চলে বেশী।
কমে গেছে লাজ শরম
উচ্চস্বরে হাসি।


যখন কোনো বিপদ আসে
আসে অসুখবিসুখ।
মৃত্যুভীতি চোখে ভাসে
বুকটা করে ধুকধুক।


হাজার বছর বাঁচার সাধ
জাগে সবার মনে।
জীবনমায়া ক্ষণিকের ফাঁদ
জানে সর্বজনে।


সময় থাকতে যেন মোরা
করতে পারি ভালো।
অসৎ ফাঁদে না দেই ধরা
ঘোচাতে সব কালো।


মানুষ হয়ে জন্ম বলেই
ভুল আমাদের হবে।
ভুল কাটিয়ে শিক্ষা নিলেই
সার্থক হবো তবে।