দৃষ্টিশক্তি সুক্ষ্ম প্রখর,
তবে দেখেও দেখিনা।
কল্পলোকে থাকি মুখর,
হৃদয়ের চক্ষু অন্ধ।


শ্রবণশক্তি অসাধারণ,
তবে শুনেও শুনিনা।
মূর্খতাকে করি ধারণ,
বিবেকের দুয়ার বন্ধ।


পা দু'খানি শক্ত সবল,
তবে হেটেও হাটিনা।
গাড়িঘোড়ার কোলে ছোবল,
পকেটে টাকার গন্ধ।


কর্মক্ষমতা চমৎকার,
তবে করেও করিনা।
উদাসীন মস্তিষ্কে আহার,
ভালোকাজ লাগে মন্দ।


নিয়মকানুন আছে হাজার,
তবে মেনেও মানিনা।
প্রতিকূলতায় মুখ বেজার,
মানুষ মানুষে দ্বন্দ্ব।


জগৎ স্বার্থঘোরে রুদ্ধ,
কেউই কাউকে ছাড়িনা।
সত্যিই জীবন সীমাবদ্ধ,
সীমাবদ্ধ সব ছন্দ।