মামা মানে মায়ের প্রতিচ্ছবি,
মামা মানে ভালোবাসার দাবি।


মামা মানে বন্ধু,
আদর স্নেহের সিন্ধু।


দুষ্টুমি মাখা আবদার,
খুঁনসুটিতেই পারাপার।


বিপদাপদে পাশে সবার আগে,
উৎসাহ বা প্রেরণায় অগ্রভাগে।


তবে, বাস্তবতায় সব মামারা এক স্বভাবের হয় না,
কিছু মামার ভালোবাসা খালি চোখে ধরা যায় না।


কিছু কিছু মামা সারাটাজীবন নিজেকে আড়ালে রেখে,
মনের শক্তিতে নিরবে ভালোবেসে যায় দূর বহুদূর থেকে।