করোনা এসেছে হঠাৎ ঝেঁপে
বিশ্ব করতে ভ্রমণ,
সর্দি, কাশি, গলাব্যথার রূপে
দম্ভ করতে দমন।


জীবানু নাশক ওষুধের সনে
হাতের মাখামাখি,
না ছুঁই না ছুঁই দ্বিধাদ্বন্দ্ব মনে
খানিক ডাকাডাকি।


গরীব, ধনী, বোকা কিংবা চৌকস
সবার আছে জানা,
করোনার ডরে পরতে হয় মুখোশ
বাইরে যেতে মানা।


তবু হয় না নিয়ম মানা
করোনাকে এড়াতে,
যে যার মতো দিচ্ছে হানা
যাচ্ছে ছুটে বেড়াতে।


এত ভয়, এত সচেতনতা
কেউ দেখেনি আগে,
মুখোশ পরেছে বিশ্ব জনতা
মৃত্যুর অগ্রভাগে।


আমিও পরি মুখোশটুকুই
সকাল সন্ধ্যা রাতে,
মাখিনা তেমন কোনো কিছুই
আমার কোমল হাতে।


করোনার থাবায় কখন কবে
কে যে কোথায় ডুবে,
ভেবেই দিশেহারা
আস্থা শুধুই বিধাতার ধারা।


মুখোশের আড়ালে
কখনো হারালে,
হে খোদা করে দিও মাফ
ইহজীবনের সকল পাপ।