হলো মনে রাখার এক ধারাবাহিক গতি,
   স্মৃতি কখনো নির্লজ্জ, কখনো লজ্জাবতী।


কিছু স্মৃতি পিছু টানে,
   কিছু স্মৃতি স্বপ্ন দেখায়।
       কিছু স্মৃতি দুঃখ আনে,
         কিছু স্মৃতি বাঁচতে শেখায়।


কিছু স্মৃতি উচ্চস্বরে হাসায়,
   কিছু স্মৃতি অশ্রুজলে ভাসায়।
       কিছু স্মৃতি হয় সফলতার কারণ,
            আর কিছু হয় এগিয়ে যাবার বারণ।


ভিন্ন-ভিন্ন মানুষ, ভিন্ন-ভিন্ন স্মৃতি,
   ভিন্ন-ভিন্ন শিল্পী, ভিন্ন-ভিন্ন কৃতি।


বয়সের সাথে সাথে স্মৃতির সংখ্যাও বাড়তে থাকে,
কোনো এক সময় স্মৃতিরাও থমকে যায় মৃত্যুর ডাকে।


তাই অতীতের স্মৃতিকে কখনো নিজেদের শত্রু ভাবতে নেই,
কেননা স্মৃতি থেকে শিক্ষা নিয়েই মোরা সামনে পাড়ি দেই।