আম্মু আম্মা মা জননী
তুমি খোদার দোয়া,
আমার ছোট্ট এই জীবনে
তুমিই শ্রেষ্ঠ পাওয়া।


তোমার মতন যতন করে
কেউ বাসে না ভালো,
তুমিই আমার এই অন্তরে
সুপ্ত আশার আলো।


আমার কোনো দুখের খবর
তোমার কানে গেলে,
খোদার কাছে দুহাত তুলে
ভাসো নয়ন জলে।


তুমি যখন আমায় বলো
আমিই তোমার খুশি,
মুখ ফুটে পারিনা বলতে
কত্ত ভালোবাসি।


আগের দিনের নানান স্মৃতি
আজও চোখে ভাসে,
কান্না করে বায়না ধরতাম
তুমি দিতে হেসে।


নিজের খাবারটা না খেয়ে
আমার জন্য রাখতে,
খেয়েছি বলে ভুলিয়ে
আমার খাওয়া দেখতে।


তোমার ঋণের হবেনা শোধ
কোনো কিছুর দ্বারা,
আম্মু আম্মা মা জননী
তুমিই সেরার সেরা।