মাঝরাতে দুঃস্বপ্ন দেখে
ঘুম ভেঙে যায় যদি।
এপাশ ওপাশ করতে থাকি
মনে মনে কাঁদি।


নিমিষেই চোখ ঘুমকে হারায়
বুকটা ওঠে কেঁপে।
কষ্টগুলো থমকে দাঁড়ায়
ঘুম হারানোর চাপে।


নিজেই নিজকে প্রশ্ন করি
কেন যে হয় এমন।
শত চেষ্টা করেও কেন
যায়না করা দমন।


চোখটা বুজে চেষ্টা চালাই
ঘুমকে ফিরে পেতে।
ব্যর্থ হয়ে চোখটা খুলে
মাথা রাখি হাতে।


ভাবতে থাকি শৈশব স্মৃতি
বেড়ে ওঠার গল্প।
ছোট বড়ো ভুলকে ঘিরে
সমাধান বিকল্প।