ধর্মের চোখে বিয়ে মানে
বৈধ প্রেমের সূত্র,
নারীপুরুষ জুটি বেঁধে
সংসার করার ক্ষেত্র।


আজকালকার বিয়ে মানে
লোকদেখানো নীতি,
বিয়ের আগেই সংগোপনে
চলে প্রেম-পিরিতি।


বিয়ের সময় হলে পরে
বিয়ে করা শ্রেয়,
সময় একবার চলে গেলে
ফিরে পায় না কেহ।


ধর্মকর্ম চায় না বুঝতে
আধুনিক এই বিশ্ব,
শিক্ষার দোহাই দিতে দিতে
হতে থাকে নিঃস্ব।


বিশ্ব নীতিতে চলে দেশ
দেশ নীতিতে সমাজ,
সমাজ রেষে পরিবার শেষ
বিবেকও স্বপ্নবাজ।


বিবেক স্বপ্নে হয়ে বিভোর
মানুষে হয় গাধা,
তাই বিবেকই হয় জীবনভর
বিয়ের পথে বাধা।


কত মানুষ ছাড়ছে আপন
করছে নিজের ক্ষত,
স্বপ্নের ফাঁদে শত জীবন
ঝরছে অবিরত।


বিয়ের প্রথা সহজ হলে
জীবন সুন্দর হতো,
বিপথগামী হয়ে কারও
প্রাণ হতো না গত।