চেনা মানুষের অচীন রূপ
সব মানুষেই তো দেখে,
কিছু মানুষে থাকে চুপ
বাকিরা দেখেই শেখে।

উল্টো দেখে উল্টো শেখে
সিধা দেখে সিধা,
বুঝতে শেখে থেকে-থেকে
ভুলতে থাকে দ্বিধা।

হাঁটতে থাকে এঁকেবেঁকে
থাকতে শেখে একা,
প্রেমের পরশ মেখে-মেখে
খেতে শেখে ছ্যাঁকা।

শেখা শেষে চালাক সাজে
কেউবা সাজে ভোলা,
ভাবতে থাকে আজেবাজে
মুখটা রেখে ফোলা।

ফোলা মুখেই হাসতে শেখে
ঢাকতে শেখে কষ্ট,
কষ্ট ঢেকেই বাঁচতে শেখে
সময় করে নষ্ট।

সময় ছুটে দ্রুতবেগে
মানুষ থাকে থেমে,
সংকটে মানুষ যায় রেগে
সর্ব অঙ্গ ঘেমে।

ঘেমে ঘেমেই কর্ম শেখে
জীবন করতে যাপন,
পরিশেষে মানতে শেখে
নিজেই নিজের আপন।