বৃষ্টি হলো মেঘের কান্না
আষাঢ় মাসের প্লাবন বন্যা।


বৃষ্টি হলো অশ্রুর প্রতিচ্ছবি
বিরহ বেদনার ভরাডুবি।


বৃষ্টি হলো প্রকৃতির খুশি
তাই বৃষ্টিকে খুব ভালোবাসি।


বৃষ্টিতে ভিজলে নাকি
লোকে সর্দি জ্বরে ভোগে।
তাই ভিজতে মৃদু ডর লাগে।


তবে বর্ষার দিনে
বৃষ্টিতে ভিজতে বড্ড সাধ জাগে।


কিন্তু পড়ে না মনে
বৃষ্টি দেখে হেসেছিলাম ঠিক কতশত দিন আগে।


শেষ কবে যে বৃষ্টি দেখে জামা খুলেছিলাম
শেষ কবে যে ইচ্ছেমতো ভিজেছিলাম।
শেষ কবে যে বৃষ্টির মাঝে পুকুরে ঝাপ দিয়েছিলাম
শেষ কবে যে প্রাণ ভরে সাঁতার কেটেছিলাম।
ঠিক দিন বা তারিখটা মনে পড়ে না
তবে ইচ্ছেমতো যে ভিজেছিলাম সেইটা খুব মনে পড়ে।


হারিয়ে যাওয়া স্মৃতিগুলো খুব মূল্যবান মনে হয়
কিন্তু সেই মূল্যবান সময়গুলো সঠিক মূল্যায়ন পায়না।
বেশিরভাগ মুহুর্তগুলোই মূল্যহীন রূপেই হারিয়ে যায়
তবুও যে সময়ের মূল্যজ্ঞান মগজে ঢুকতেই চায় না।


তাই করেছি পণ
আবার ইচ্ছেমতো বৃষ্টিতে ভিজবো কিছুক্ষণ।
ভিজবো কোনো এক অবেলায়
বৃষ্টিতে ভিজেই করবো নিজেরই মগজধোলাই।