চারিপাশে ক্ষুধার জালা
অনাহারীর কান্না।
আছে চুলা, আছে থালা
হয়না তবু রান্না।

গরীব-দুঃখী, মধ্যবিত্ত
কেউই নেই যে ভালো।
করোনারূপী ঐ দৈত্য
কেড়েছে সব আলো।

মহাবিপদ এলো বুঝি
মোদের দ্বারে দ্বারে।
কেমনে মিলবে রুটিরুজি
সবার ঘরে ঘরে।

দশের মাথা দেশের সরকার
দিচ্ছে কিছু ত্রাণ।
দশের জন্য যা যা দরকার
হয়না পরিত্রাণ।

দেশের বুকে আছে হাজার
মানুষরূপী কুকুর।
দেশের অর্থ, ত্রাণের বাজার
করছে চুরি পুকুর।

শত মানুষের চোখে জল
সবাই বড্ড দুখে।
ধিক্কার তোদের ত্রাণচোরার দল
থুতু তোদের মুখে।

তোদের মুখোশ সর্বব্যাপী
শত চক্রের ধাপ।
তোরা লোভী তোরা পাপী
জাতির অভিশাপ।

তোদের কাছে নেই কোনো দাবি
করবোনা অনুরোধ।
জানিনা কবে মানুষ হবি
জাগবে তোদের সুবোধ।