ঘুমিয়ে থাকা বিবেক যদি
জাগাতে তুমি চাও,
অসৎ পথগুলো ছেড়ে দিয়ে
সততার পথে যাও।


না বুঝে কোনো ভুল করলে
খুঁজবে ভুলের কারণ,
গুরুজনরা শাসন করলে
মানবে তাদের বারণ।


মন্দ ইচ্ছে জাগলে মনে
নিজকে রেখো শান্ত,
সস্তা স্বাদের ফাঁদে পড়ে
হবে না বিভ্রান্ত।


তোমার মান বিকৃত করে
কেউ যদি খুশি হয়,
খুশি হয়েই দেখো চেয়ে
বিকৃত মনের ক্ষয়।


আসুক যতই কঠিন সময়
কিংবা বেজায় অভাব,
কালোটাকার প্রলোভনে
বদলাবে না স্বভাব।


কটু কথায় কান না দিয়ে
সামনে পাড়ি দেবে,
স্রষ্টাভীতি বুকে পুষে
ভালো মানুষ হবে।


ভালো মানুষ হতে গেলে
আসবে বাধা শত,
ধৈর্য ধরে লড়াই করে
অটুট রেখো ব্রত।