আমরা মানুষ কত রূপে
করি আত্মপ্রকাশ,
আমরা মানুষ চুপেচুপে
ছুঁতে চাই দূর আকাশ।


আমরা মানুষ ভুলের রাজা
ভুলকে ভালোবাসি,
আমরা মানুষ সাধু খাজা
কামলা রাখাল চাষি।


আমরা মানুষ ছদ্মবেশী
ভালোর প্রতিচ্ছবি,
আমরা মানুষ স্বার্থান্বেষী
ভণ্ড পাপী লোভী।


আমরা মানুষ ঘাতক দালাল
হারাম পথের সেনা,
আমরা মানুষ সস্তার কাঙাল
সহজেই যায় কেনা।


আমরা মানুষ বিজ্ঞ আলেম
ধর্মকর্ম মানি,
আমরা মানুষ অজ্ঞ জালেম
করি হানাহানি।


আমরা মানুষ কেউবা বোকা
কেউবা বুদ্ধিমান,
আমরা মানুষ কেউবা রোগা
কেউবা স্বাস্থ্যবান।


আমরা মানুষ সাহসী বীর
সৃষ্টিকুলের সুনাম,
আমরা মানুষ প্রেমের ফকির
ভালোবাসার গোলাম।