স্বপ্ন কারো একার সম্পত্তি নয়,
স্বপ্ন দেখেই করতে হয় স্বপ্নের জয়।
তবুও স্বপ্ন দেখতে কিসের ভয়?


স্বপ্ন মনের সব চাওয়া-পাওয়ার কথা কয়,
স্বপ্ন দেয়না হতে এই মনোবলের ক্ষয়।
তবুও স্বপ্ন দেখতে কিসের এত ভয়?


অসৎ স্বপ্ন কারো জন্যেই কল্যাণকর নয়,
সৎ স্বপ্ন সারাটা জীবনের সঙ্গী হয়।
তবুও স্বপ্ন দেখতে কিসের এত ভয়?


স্বপ্ন মানেনা কোনো বাধ কিংবা প্রলয়,
স্বপ্ন জীবনকে করে তোলে সুখময়।
তবুও স্বপ্ন দেখতে কিসের এত ভয়?


স্বপ্ন নবদিগন্তের প্রতীক হয়,
স্বপ্ন শুভসূচনার মাধ্যম হয়।
তবুও স্বপ্ন দেখতে কিসের ভয়?


সকল ভয়কে জয় করে
স্বপ্ন দেখুন প্রাণভরে,
স্বপ্নপূরণের পণ করে
স্বপ্নের ধারা রাখুন ধরে।