কোনো একদিন হঠাৎ করে
তোমার নরম হাতটি ধরে,
ঘুরতে যাবার বাহানায়
হারিয়ে যাবো অজানায়।


সেদিন দুজন চুপটি করে
চলে যাবো অচিনপুরে,
শহর ছেড়ে দূর লোকান্তরে
পাহাড়ি দ্বীপের সাগর তীরে।


বাধবো বাসা বৃক্ষ শাখায়
বেড়া দেব তোমার মায়ায়।
ছাউনি হবে গাছের ছায়ায়
ভরবে ঘর ভালোবাসায়।


তোমার আমার সঙ্গী হবে
দ্বীপের সব পাখ-পাখালি,
বনের সব জন্তু-জানোয়ার
মিলেমিশে করবো মিতালি।


রাত্রি যখন গভীর হবে
বুকের মধ্যে জড়িয়ে রবে,
কাটাবো সময় গল্প করে
শুনবে তুমি চুপটি করে।


হঠাৎ হঠাৎ উঠবে হেসে
খিলখিলিয়ে বুকের পাশে,
তোমার হাসির শব্দ শুনে
চাঁদ উঁকি দেবে ঈশান কোনে।


তোমার রূপের আলোর ছটায়
লজ্জা পাবে চন্দ্রমামায়।
পড়বে লুকিয়ে মেঘের ছায়ায়
তোমার হাসির উজ্জ্বলতায়।