আমি ভদ্র বেসে এক ছদ্মবেশী
যখন মেয়েদের সামনে আসি
মুখে লেগে থাকে কৃত্রিম হাসি
লোকে বলে আমি তুলা রাশি।


আমি যখন শৈশবে, জানতো সবে লাজুক ছেলে
চোখ উপরে উঠতোনা, মেয়েদের সামনে গেলে।
পাড়া প্রতিবেশিরা জানে, আমি এক ভদ্র ছেলে
সালাম করতে ভুল হতনা, তাদের সামনে পেলে।


যখন আমি তরুণ, জানতো সবে আমি এক নষ্ট ছেলে
আরে আমি নাকি বদ্ধ মাতাল, হুশ থাকেনা মেয়ে পেলে।
কারো কাছে ভালো তো আবার কারো কাছে খারাপ
সুযোগ যখন যার সাথে, লেগে থাকাটাই ছিলো স্বভাব।

প্রাক্তনেরা আজো বলে আমি এক বিশ্বপ্রেমিক
আমি নাকি বেডে মাইরি হেব্বি রোমান্টিক!
প্রেমিকারা বলে সবাই আমি বড় ভালো ছেলে
তারা কি জানে এমন কথা আরো কত মেয়ে বলে।


ফেসবুক, ইন্সটা, হোয়াটস এপের চ্যাটে
যদি মিলে যেত কোন রমনী বলে ব্যাটে
নিয়ে যেতে ভুল হতনা লিটনের ফ্লাটে
জমতো রোমান্স দোলনাওয়ালা খাটে।


আমি এখন মধ্যবয়সে, যুবক বয়স শেষে
তরুণ বয়সের ছুকছুকানি রক্তে আছে মিশে।
পুরানো স্বভাব যায় কি এত সহজে ছাড়া
পরকিয়ায় লিপ্ত পরিবার বাদে জানে সব পাড়া।


ছেলে মেয়ে বলে বাবার মত মানুষই হয়না
বউতো আমায় ছাড়া কিছু বুঝতেই চায়না।
আমি নাকি তাদের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ
কারন এখন আমি নিয়ম করে পড়ি যে সালাত।


এখন সবাই জানে আমায় বিনয়ের অবতার
দান খয়রাত, সাহায্যে তুলনা নাই যে আমার।
চ্যাটবক্সই জানে আজো কতটা লুস ক্যারেক্টার
কি দরকার আর এসব এখন লোকেদের বলার।