ভোরের আলো ফুটবে যখন, গাইবে পাখি গান
মিষ্টি মধুর স্নিগ্ধ সকালে, প্রিয় তোমায় আহবান।
এসো তুমি নদীর কূলে, যেথায় ঘাসে শিশির ঝরে
নরম পায়ে আলতো করে, হাটবে মোর হাতটি ধরে।


দেখবে তুমি শুশুক দলে, নদীর বুকে খেলা করে
গাঙচিলেরা মাছ ধরছে, ক্ষীপ্র গতিতে তাড়া করে।
যেথায় গেলে দেখতে পাবে, শালিক ঘুঘু ডাহুক ডাকে
জেলে যেথায় ঘেমে নেয়ে, মাছ ধরছে নদীর বাকে।


পান্তা খেয়ে লাঙ্গল কাধে, কৃষক আসে জমিন চাষে
গায়ের বধু ঘোমটা দিয়ে, দেখবে তোমায় মুচকি হেসে।
দেখবে তুমি জেলে বধু, মাছ কুটছে নৌকার পাশে
মাছরাঙ্গায় শিকার ধরতে, ডিঙ্গি নৌকায় আছে বসে।  


সেথায় গেলে পাবে তুমি, নদীর বুকের ঠান্ডা বাতাস
মনটি তোমার হবে শীতল, গাইবে তুমি হয়ে উদাস।
দেখতে যদি চাও প্রিয়, চলো তবে ঘুরে আসি
আনমনা হয়ে গাইবে তুমি, স্নিগ্ধ সকাল ভালোবাসি।