আমরা আজও একটা স্বপ্ন লালন করি বুকে
টেকনাফ থেকে তেঁতুলিয়া শিবগঞ্জ থেকে থানচি
গভীর রাতে অন্ধকারে একা এক কিশোরী হেঁটে যাবে
তার জন্য পথের মোড়ে মোড়ে আলো হাতে
সাহস দিতে দাঁড়িয়ে থাকবে অজ্ঞাত অচেনা লোক।


লোভী নরপশু ভয়ে মুখ লুকবে মায়ের আঁচলে
বেপরোয়া বেয়াড়া যুবক মাথা নিচু করে
পথ ছেড়ে দিয়ে স্যালুট জানাবে পথে পথে
চোর ছিনতাইকারী যাদের চোখে চোখে স্বপ্ন ছিল
তারা ফিরে পাবে তাদের কাঙ্খিত সুন্দর জীবন।


যেখানে থাকবে না ক্ষুধার্ত শিশুর হাহাকার
দারিদ্রের স্রোতে হারাবে না তাদের অমূল্য শৈশব
বই হাতে উল্লাসে ছুটে যাবে স্কুলের সীমানায়
শিক্ষকরা হবে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান
তারা হবে জ্ঞানের আধার,শেখাবে আদর্শ নীতি
ধন গড়ার প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়ে
আজকের শিশু চরিত্র গড়ার প্রতিযোগিতায় নামবে।

শাসকেরা হবে রাষ্ট্রের সেবক মনুষ্যত্বের আমানতদারী
যেখানে বিনষ্ট মনুষ্যত্ব সেখানেই তারা ছুটে যাবে
ন্যায়ের নিশানা উড়তে দেখে ভয়ে কাঁপবে জালেমের আত্মা
মানুষের ব্যথায় আজো যারা সুযোগ খোঁজে
তাদেরকে বাধ্য করবে মানুষের পাশে দাঁড়াতে
মানুষকে ভালবাসতে।
আমি আজও সেই দিনের স্বপ্ন দেখি
টেকনাফ থেকে তেঁতুলিয়া শিবগঞ্জ থেকে থানচি
গভীর রাতে অন্ধকারে একা এক কিশোরী হেঁটে যাবে
ভয়হীন শঙ্কাহীন
তার জন্য আলো হাতে ছুটে আসবে অজ্ঞাত অচেনা লোক।
আমি আজও স্বপ্ন দেখি,স্বপ্ন দেখি।