আমি তোমার চেখের দিকে যতবারই চাই
ততবারই আমার বুকের নদীতে ওঠে অশান্ত ঢেউ
হৃদয়ে অজানা উত্তেজনা আসে
কেবলি দেখতে পাই তোমার শান্ত ঠোঁটে
ভোরের আলোর মতো সুন্দর রেখাহীন হাসি।
আছি অনেকের মাঝে তবুও যেন আমি একা
সবার মাঝে থেকেও
পেয়েছি আমি তোমার প্রণয়ঘন দেখা।


প্রেম জেগে থাকে কল্পনায় এক নীল প্রতীক্ষার আলোয়
তোমার কালো চোখে সমুদ্রের মতো গভীর বিস্ময়
ঐ চোখের আলোয় দেখি অজ্ঞাত প্রণয়
তাই আজো থাকি তোমার প্রতীক্ষায়
মনে হয় প্রাণের গোপন বৃন্তে ফুটেছে অবুঝ ভালোবাসা।


তোমাকে ছাড়া আমার কি যে যন্ত্রণা
তা তোমাকে কখনো ছোঁবে না।
তোমার ভালোবাসার জন্য
শিকারি বিড়ালের মতো আমার চোখ জ্বলজ্বল করে
চৈত্র মাসের শিমুলের তুলার মতো স্বপ্নগুলো বাতাসে ওড়ে।
আমাকে একটু ভালোবাসা দাও!
তোমার সামনে আমি হাঁটু মুড়ে বসে আছি নত মুখে।
অথচ তুমি দেখছ  নীলিমায় সাদা মেঘের রহস্য
অন্ধকার অরণ্যে গিয়ে খোঁজ জোনাকি পোকা
তার মানে কিছু যে বুঝি না তা নয়
কিছুকিছু তো বুঝি!!
তোমার সামনে আমি হাঁটু মুড়ে বসে আছি
আমাকে একটু ভালোবাসা দাও!