আমার মুঠোফোনে প্রথম যেদিন বাজল তোমার কণ্ঠস্বর
ঝিম মারা এই শরীরটাতে লাগিয়ে দিলে ঝড়
যেন ছলাত করে অমৃত সব পড়ল এসে প্রাণে
তার নেশাতে বেহুশ হলাম সবকিছু তখন ভুলে।


মন নাচল পাখা মেলে উসকে দিল বুকের আগুন
কথার গাড়ি চলল বেগে নৃত্য করে
এক নিমিষেই বৃষ্টি হয়ে নিভিয়ে দিলো মনের আগুন।
তারপরেতে শুধু একটা কথাই বলার ছিল
-‘কি কথা?’ কেবল সেই কথাটি-ই মনে ছিল!
সেই কথাটি বলতে পেরে স্বপ্ন দেখার জ্বালা ছিল।