আমার ভাগ্য রেখা ক্ষয়ে ক্ষয়ে যায়
নিদ্রায় আসক্ত তবুও বেদনায় জেগে থাকি নীরব রাতে
আমার এই চোখ থেকে ঘুম কেবলই ভেঙ্গে যায়
নরকের মতো এই পৃথিবী তবুও বাঁচতে হয়
মৃত্যুকে কামনা করি সে যে আসে না!


গভীর রাতে শশ্মান ঘাটে ফেলে যাওয়া লাশের মত
একাকী অন্ধকারে পড়ে থাকি বিছানায়।
বার বার ভাবি শুধু শুধু বেঁচে থেকে কি হবে?
জীবনের পাতায় পাতায় শুধু যে পরাজয় লেখা !


জীবনের পাওয়ার পাতা শূন্য দেখে
প্যাঁচার মত রাত জেগে হিসাব মেলায় বারে বারে;
হতাশায় ঝরা ফুলের মত সব আশা ঝরে যায়।


পৃথিবী সুন্দর,নক্ষত্রের আগুন ভরা আকাশে চাঁদ সুন্দর;
আর সবচেয়ে বেশি সুন্দর আমাদের এই চাওয়া
তবুও যখন পাওয়ার পাতা শূন্যতে ভরে যায়
পৃথিবী হয়ে ওঠে সবচেয়ে অসুন্দর,নরক যন্ত্রণা-সম।


এই নরকে শুধু শুধু বেঁচে থেকে কি হবে?
ও মায়াবী পৃথিবী, তোমাকে বিদায়-----!
যারা আছে সুখে তাদের নিয়ে তুমি ভালো থেকো।
পূর্ণিমার গভীর রাতে
অপলক চাঁদ যখন মেঘের পালকে ঢালবে আলো;
তখন খোলা মাঠে
মায়াবী জোছনায় আমাকে আর ডেকো না।