চারিদিকে আগুন জ্বলে ঘরে ঘরে
চাপা কান্নার বিস্ফোরণে পৃথিবী কেঁপে কেঁপে ওঠে
রাস্তার মোড়ে মোড়ে আদিম সভ্যতা ফিরে এসেছে
জ্বলে উঠেই নিভে যায় প্রতিবাদী কণ্ঠস্বর
এসব দেখেও সবাই আপোষকামী মানুষ হয়ে
ক্রমে ফিরে যায় মধ্যযুগে
একে অপরের মুখের দিকে সন্দেহের চেখে তাকায়
নীরব ভাষায় তথ্যের আদান প্রদান
‘সব চেপে যান..., সব চেপে যান...’
চাপতে চাপতে বুকের হৃৎপিণ্ডটাই খামচে ধরেছে শকুন
আর আমি ঘুমিয়ে আছি।


মেহনতি মানুষের ঘামে ভাগ্য বদলায় মালিকের
শ্রমিক মজুর যারা গড়ে তোলে কারখানা ইমারত
তারা পায় না সম্মান,পায় না অধিকার
বেতন অধিকারের দাবিতে জটলা পাকায় রাজপথে
দু’একটি প্রতিবাদী কণ্ঠ স্লোগানে ঝড় তোলে
মুহূর্তে পুলিশের হুইসলে বেজে ওঠে আবহ সংগীত
থেমে যায় প্রতিবাদী কণ্ঠস্বর,তখনও আমি ঘুমিয়ে আছি।


সরকারী টেবিল চেয়ার ইজারা নিয়েছে গুটিকয়েক কর্মকর্তা
ঘুষ দুর্নীতি রূপ নেয়েছে মহামারী,আমরা নির্বিকার
ভোগ বিলাসে মত্ত কতিপয় কর্মনিষ্ঠ আমলা
শোষণ নিপীড়ন চলছে নগ্ন চোখে আপোষহীন
মুক্তিকামী মানুষগুলোর স্বপ্নের মৃত্যু ঘটে প্রতিনিয়ত
যাদের অমূল্য আত্মদানের বিনিময়ে এই দেশ
তাদের সেই স্বপ্নগুলো ধুলোর আস্তরণে মলাট বন্দী  
আর আমার চোখে এখন কুম্ভকর্ণের নিদ্রা।


মানবতার বিরুদ্ধে যারা আরও রক্ত ঝরাতে মত্ত
তাদের রক্তের ভাষার জবাব রক্ত দিয়ে আসে না
ভয়ে ক্ষীণ কণ্ঠে বেরিয়ে আসে কুইকুই স্বর
সুবিধাবাদীদের দুর্বার তরঙ্গের টানে
গা ভাসিয়ে দেই অবলীলায়
বিবেকের দংশন হয় না,আসে আনন্দ
মৃতদের শশ্মানে জীবনকে জাগাতে কেউ এগিয়ে আসি না
অথচ রক্তের অক্ষরে ইতিহাস সংগ্রামের ডাক দিয়ে যায়
সে ডাক আমি শুনি না; আমি যে ঘুমিয়ে আছি!


পড়ে পড়ে মার খেয়ে খেয়ে
আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আমরা ভীত
কোন রকমে জানটা বাঁচিয়ে রাখতে পারলেই খুশি
হৃদয়ের দীনতা আঁকড়ে ধরেছে মিথ্যার আধিপত্য
তবুও কেউ কেউ ভুল করে প্রতিবাদের ডাক দিয়ে যায়
লাশের স্তূপের মাঝে ভূলুণ্ঠিত হয় তার বিজয়ের পতাকা
তার রক্তের বদলা নিতে কেউ ছুটে আসে না
শ্রদ্ধা নিবেদন হয় একান্ত গোপনে,কাকপক্ষীও টের পায় না
ক্রমে ক্রমে ভেঙে পড়ছে
আমাদের প্রতিরোধের ব্যূহ,আমাদের স্বপ্ন
আর আমি ঘুমিয়ে আছি,ঘুমিয়ে আছি!!


সুপ্ত আগ্নেয়গিরি বুকে নিয়ে আমি ঘুমিয়ে আছি
প্রচণ্ড বিস্ফোরণে আমি জেগে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেব।
যাদের জীবনের বলিদানে এই দেশ
যাদের রক্তে ভেজা এই মাটি
তাদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি
তাদের বিজয়ের নিশানা এ মাটিতে উড়াবোই উড়াবো
দিগন্তের কালো মেঘ কেটে উঠবে প্রতীক্ষার সোনালী সূর্য
যারা এখনো ঘুমিয়ে আছে তারা জেগে দেখবে
আমাদের সংঘবদ্ধ শক্তির কাছে সকল অশুভ শক্তির পরাজয়!