আমার বোন কতিপয় বখাটে যুবকের হাতে
লাঞ্ছিত হলো প্রকাশ্য দিবালোকে
তার বিচার চাইতে এসেছি সভ্য সমাজের কাছে।


‘এইভাবে কুকুরের মতো কুঁইকুঁই শব্দ করে
কেউ কোনদিন বিচার পেয়েছে’?
রাষ্ট্র-যন্ত্র যখন বিচার ব্যবস্থার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়
তখন কেন তোমরা মৃত শবের কাছে আর্তনাদ কর?
তোমরা কি ভীরু কাপুরুষদের দলে ভিড়ে ভিক্ষা চাইছ?
তবে শুনে রাখ বেকুবের দল
-‘মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাবে না তুমি’।


আর ফিরে যাও, চুরি হাতে নাকি-কান্না করতে এসো না
যেইদিন বাবুসাহেবদের সামনে লাল চোখ করে
পেশিতে শক্তি নিয়ে দাঁড়াতে পারবে সেদিন ফিরে এসো
সেদিন তারা তোমাকে সেলাম জানাবে
বিচার না নিয়ে কিছুতেই তোমাকে ফিরতে দেবে না।
তুমি কি জান না? সবাই কেবল শক্তিরই জয়গান করে!


নিপীড়িত মানুষের ক্রন্দনের ছবির স্তূপে দাঁড়িয়ে
ইতিহাস কথা বলে--
‘দুর্বল মানুষেরা ন্যায়ের দরজার তালা কখনই খুলতে পারেনি’।
তারা ফিরে গেছে ভগ্ন হৃদয় নিয়ে
অভিশপ্ত জীবনে তোমাদের আঁকা কলঙ্কের সীলমোহর নিয়ে
একা দুর্বিষহ দিনগুলো পার করেছে তারা
আশায় আশায়, লজ্জা আর অপমানে
তারা তোমার আপনজন, তোমার আত্মার অংশীদার
তাদের বুকের পাঁজরে ব্যথার প্রতিধ্বনি শুনতে কি পাও?
এসব শুনতে শুনতে তোমার রক্তে কি হিম-শীতল প্রবাহ চলে?
গলার স্বর কি মিনমিন করে?
তাহলে মানুষের খাতা থেকে নাম কেটে ফেল
বাঁচ একা, পশু-পাখির মতো; আর মনে রেখ
জীবনের মায়া তুচ্ছ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়!