জীবনের মহাসমুদ্রে একমাত্র বিচ্ছিন্ন দ্বীপের মতো তুমি
সময়ের স্রোতে এলোমেলো ঘুরে ঘুরে
আমি তোমার বুকে খুঁজে পেয়েছি আশ্রয়।
পৃথিবীর পরে ব্যস্ত সবাই; কে কার খোঁজ রাখে?
তবুও আমি তোমার বুকে উড়িয়ে দিয়েছি
ভালোবাসার বিজয় পতাকা।
তোমার নামে এ বুকে শিহরণ জাগে
ঝরে পড়ে গাঢ় বেদনার মায়া।


জীবন আকাশে যখন টুকরো টুকরো ব্যর্থতার মেঘ জমা হয়ে
ধেয়ে আসে জমাট অন্ধকার, আছড়ে পড়ে বিশাল ঢেউ
তখন দিশেহারা মন কেবল তোমাকেই খুঁজে পায়,
নিবিড় হতাশার চোখে জীবনকে দেখে
শিশিরের স্বচ্ছতার মতো টলমল।
সেই ক্ষণে সারা প্রাণ ধরে
কেবল তোমাকে ডেকে উঠি বারেবারে প্রিয়তমা
এ পৃথিবীর সবচেয়ে মিষ্টি নাম ধরে,‘বিন্তি’।
একি তুমি কাঁদছ?
কেউ ভালোবাসেনি তোমাকে? ভালোবাসা ক্ষুধাতুর মন তোমার?
‘না কিছু নয়’
বেদনায় বিক্ষুব্ধ হৃদয় আকাশে কষ্টের মেঘ কেটে কেটে
স্বপ্নের এই দিন যে কখনও আসবে
সে কথা ভাবতেই দু’চোখ জলে ভিজে যায়।