আমারা যাকে নির্বাচিত করেছি
সে আমাদের সামনে বুক ফুলিয়ে হেঁটে যায়
তার হাতের রক্তের দাগ প্রকাশ্যে ধুয়ে ফেলে।
কেউ নেই তার সামনে গিয়ে বলি, ‘তোমার বিচার হবে’
এমনকি তার সামনে কেউ ক্রোধে ঘৃণায় জ্বলে উঠি না
সকলে থাকি নিরাপদে নিজ নিজ ভাবনা নিয়ে।


বুকের জমিন অন্ধকারের শক্তি চেপে ধরেছে
নিঃশ্বাস নিতে কষ্ট হয়
প্রতিটা মানুষের দিকে তাকাও; তারা কিছু বলতে চায়
এসব ভাড়াটে জল্লাদের রাজ্য থেকে তারা মুক্তি চায়
মাটিতে কান পেতে শোন মানুষের আর্তনাদ
জীবন যেন স্থির হয়ে আছে নতজানু ক্রীতদাস!


মানুষের স্বপ্ন সাধ নিয়ে আমাদের নেতারা খেলা করে
তাদের মুখে আশার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি
হৃদয়ের গহিনে বিদ্যুৎ চমকায়; বুকের যন্ত্রণায় ঘুম ভাঙে
কেন একবার মানুষের ছেলের মতো ফুঁসে উঠতে পারি না!
আমরা সকলই যেন বিকলাঙ্গ, বোবা
রক্তচক্ষু শূয়রেরআস্ফালনে আমরা লেজ নেড়ে নতজানু
আমরা কি সত্যিকারের মানুষ!
চোখের জলের ম্লান স্বপ্নগুলো বাতাসে কাঁপে
অসহ্য এক চেতনায়!