বিগত চল্লিশ বছরের ভার পিঠে নিয়ে
অস্পষ্ট গোধূলি আলোয় যৌবনকে ফিরে ফিরে দেখি
আহা! কি সুন্দর সেই সোনালী দিনের মুহূর্তগুলি।
এখন আমার কাছে পড়ে আছে
একাকীত্ব, টালমাটাল সংসার
প্রতিদিন আমি স্বর্গ নরক একসাথে নিয়ে বয়ে বেড়াই।


জীবনের কান্নার স্বর চাপা রেখে
সময়ের ট্রেনে চেপে চলছি গন্তব্যে
যেখানে সবাইকে যেতে হয়!
বহু সাধনায় লেখা জীবনের ছন্দময় অতীত পাণ্ডুলিপি
রং হারায় পড়ন্ত বিকেলে, চরের মতো স্বপ্নগুলো জেগে থাকে।


জীবন ছিল পৌরাণিক কাহিনীর বিস্ময়ের মতো
এখন একা একা বসে দেখি
জ্বলন্ত সূর্যের অস্ত যাওয়া
চল্লিশ বছর কেটে গিয়ে আসবে পঞ্চাশ!!
রোগ-বালাই বাসা বাধবে
মরণের শিহরণ ভয়ংকর ভাবে আমাকে কাঁপায় ।


পঞ্চাশ! তাও কেটে যাবে!!
সন্ধ্যায় ঘরে ফেরা পাখির মতো ঝিম মেরে দেখব
জীবনের ধুসর পাণ্ডুলিপির গায়ে
অস্পষ্ট অক্ষরের বিন্যাস।
যে যৌবন হারিয়ে গিয়েছে কুয়াশায়
যে হাসিতে পাগল ছিলাম ভর দুপর বেলায়
যে রূপে মুগ্ধ ছিলাম ভুল ভালোবাসায়।