ইচ্ছা ছিল নায়ক হব,স্বপ্নে বিভোর ছিলাম নায়ক হব
গুণ্ডা,বদমায়েশ,দুর্নীতিবাজদের সব ফাইট করে হটিয়ে দেব
পথে প্রান্তরে বনে জঙ্গলে হাজারো নায়িকার চিৎকারে
অসহায় মানুষের ক্রন্দনে,নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে
চোখের পলকে উড়ে আসব;আমি ভীষণ প্রস্তুতি নিয়ে যাচ্ছি।


সরকারী অফিসে ঘুষখোরেরা টেবিলে টেবিলে ঘাঁটি গেড়েছে
তীব্র প্রতিরোধের মুখে ফাইল ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যায়
আমি তাদের হাত জোড় করে
হুজুর হুজুর বলে সেলাম ঠুকে যায়।
জোচ্চোর,সমাজবিরোধীরা যখন রাজনীতির হাতিয়ার তুলে
আইন ও বিচারের চোখে টাস টাস করে গুলি করে
তখন আমি বলদের মতো লেজ তুলে ভয়ে পালিয়ে যায়
বিপদের গন্ধ আমার প্রতিবাদের কণ্ঠ রোধ করে দেয়।


প্রকাশ্য দিবালোকে বখাটে লম্পট ছেলেরা
রমণীদের গাঁয়ে কলঙ্ক আঁকে
সমাজের আনাচেকানাচে অন্যায় অবিচারের মেলা বসে
দেশপ্রেমিক আর জ্ঞানীরা
আমাদের এই রঙ্গমঞ্চে সঙ সেজে লোক হাসায়
আমজনতা দর্শকের গ্যালারী থেকে প্রবল বেগে হাততালি দেয়
এইসব দেখেশুনে
উটপাখির মতো বালির স্তূপে মুখ গুঁজি আমি
তখনও আমার নায়ক হওয়ার প্রস্তুতি শেষ হয়নি।


ক্ষমতার দাপটে আছে সিংহের শক্তি হায়েনার ধূর্ততা
প্রেম-প্রীতি মানবতা-বিবেক তাদের কাছে মাংসের টুকরো
আমাদের রাষ্ট্রের সাহসী ও আদর্শবানেরা সব হরিণ শাবক
কখন কার ঘাড় মটকাবে সেই ভয়ে তটস্থ তারা
ক্ষমতা-লোভী সিংহের হামলায়
এইসব নিরীহ হরিণ শাবকের মৃত্যুসংবাদ
পত্রিকার পাতায় বড় বড় শিরোনাম হয়।
বিচলিত হয়ে
একহাত মুষ্টি করে নায়কের মতো দৌড়ে যায়
সামনে পড়ে গিয়ে তাদের চোখ রাঙানো দেখে ভয়ে
কুকুরের মতো
কুঁইকুঁই শব্দ করে লেজ গুটিয়ে পিছিয়ে আসি
কারণ তখনও আমি নায়ক হওয়ার প্রস্তুতি নিচ্ছি।


হে বৎস আর কতকাল লাগবে তোমার প্রস্তুতি নিতে?
জরা-রোগ-ব্যাধি যখন তোমার মেরুদণ্ডকে
ধনুকের মতো বাঁকিয়ে দেবে
তখন দুর্বল একখান লাঠি হাতে দাঁড়াতে পারবে কি?
তোমার সাহসের মেরুদণ্ড যদি এখনও কেঁচোর মতো থাকে
তাহলে আর দেরী কেন? নায়ক হওয়ার স্বপ্ন ত্যাগ কর।
তেলের ড্রাম হাতে মোসাহেব হয়ে যাও।


উনষাট বছর পেরিয়ে গেল
এখনো আমার নায়ক হওয়ার প্রস্তুতি শেষ হয়নি!
শামুকের মতো গুটিয়ে গিয়েও স্বপ্ন দেখি আমি নায়ক হব।
অন্যায় অবিচার রুখে দিতে,দুর্বল মানুষের সহায় হতে
মানুষকে স্বপ্ন দেখাতে,আশাহীনদের নেতৃত্ব দিতে
চোখের পলকে উড়ে আসব
তাই আমি ভীষণ প্রস্তুতি নিয়ে যাচ্ছি নায়ক হব! নায়ক হব।